সভাপতি মহোদয়ের দুটি কথা

পুণ্ড্রবর্ধন খ্যাত বগুড়া আমার জেলা আমার অহংকার। এই জেলার সারিয়াকান্দী উপজেলার নারচী গ্রামে কেটেছে আমার কৌশল। প্রয়াত নেতা সারিয়াকান্দী-সোনাতলার মাটি ও মানুষের নেতা, জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মরহুম আব্দুল মান্নান মহোদয়ের সহযোগীতায় নারচী গ্রামে প্রতিষ্ঠানকে মাধ্যমিক পর্যায় থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠা করতে পেরেছি। উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে শতকরা ৫০% পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক শাখা থেকে সাফল্যের সহিত উত্তীর্ন হয়েছে। আমার অত্র শিক্ষা প্রতিষ্ঠানের জেএসসি ও এসএসসি পরীক্ষার পাশের হারও কাঙ্খিত এবং আশা ব্যাঞ্জক ।

 

শিক্ষা কোন জাতির ইতি বাচক পরিবর্তনের একমাত্র নিয়ামক। প্রকৃত শিক্ষায় শিক্ষিত কোন ব্যক্তি সঠিক কাজ এবং স্বচ্ছ চিন্তা চেতনার উপর নির্ভর করে জীবনকে সামনের দিকে এগিয়ে নিতে পারে। তাই H.J Van dyke বলেছেন ÒThe true object of education should be to train one to think clearly and act rightly.”  শুধু পাঠ্য পুস্তকের  সিমাবদ্ধ শিক্ষা গ্রহনের মাধ্যমে ভালো ভাবে উত্তীর্ন হওয়াকে প্রকৃত শিক্ষা অর্জন বলা যায় না। একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক এবং ছাত্র ও ছাত্রীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সুসম্পর্ক বজায় থাকা জরুরী। এজন্য Emerson বলেছেন ÒThe secrect of education lies in respecting the pupil.”  

বর্তমানে কলেজটি শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশে এমপিও ভূক্ত হয়ে তার সকল কার্যক্রম সফলভাবে সৎম্পাদিত হয়ে আসছে। ছাত্র-ছাত্রীদের ক্লাস ব্যবস্থাপনার জন্য জরুরী ভিত্তিতে একটি একাডেমিক ভবন করা প্রয়োজন।  একাডেমিক ভবন পেলেই আমরা কলেজটিকে ডিগ্রী কলেজে রুপান্তর করতে পারব ইনশাআল্লাহ। পরিশেষে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও হৃদয় নিংড়ানো ফুলের শুভেচ্ছা। শুভকামনায় আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ সভাপতি পরিচালনা পর্ষদ মাজেদা রহমান স্কুল অ্যান্ড কলেজ নারচী, সারিয়াকান্দী, বগুড়া।